নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেব্বিরতে সন্দেহভাজন ডাকাত দলের হামলায় কমপক্ষে ১৫ জন কৃষক নিহত হয়েছে। জরুরি পরিষেবা ও স্থানীয় সরকারের উদ্ধৃতি দিয়ে রোববার লাগোস থেকে এএফপি এ তথ্য জানায়। নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা এনইএমএ-এর কর্মকর্তা আলিউ কাফিন্দাঙ্গি এএফপিকে জানান, বৃহস্পতিবার কেব্বি রাজ্যের ডানকো ওয়াসাগু স্থানীয় সরকার এলাকায় ওয়াজে সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে ১৫ জন কৃষককে হত্যা করে। ওই হামলায় অপর তিনজন আহত হয়েছে।
কেব্বির রাজ্য সরকার রোববার এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। ডেপুটি গভর্নর উমর আবুবকর তাফিদা নিহত বা আহতদের পরিবারকে ২৪ মিলিয়ন নাইরা (১৩,০০০ ইউরো) অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। সশস্ত্র অপরাধী গোষ্ঠীর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর অন্যতম কেব্বি। এ দলগুলো মুক্তিপণের জন্য গ্রামে হামলা চালিয়ে স্থানীয়দের হত্যা অপহরণ করে এবং লুটপাটের পর তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। উত্তর-পূর্ব নাইজেরিয়াও ২০০৯ সাল থেকে চলমান জিহাদি বিদ্রোহের কেন্দ্রস্থল।
বোকো হারাম ও প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) এর হামলায় এ পর্যন্ত ৪০ সহস্রাধিক মানুষ নিহত হয়েছে এবং ২০ লক্ষাধিক মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। একটি সামরিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার, উত্তর-পূর্ব রাজ্য বোর্নোতে, বোকো হারাম জিহাদিরা কমপক্ষে ১৭ জন জেলে এবং কৃষককে হত্যা করেছে।
সূত্র: এএফপি
এসজেড