ঢাকা | বঙ্গাব্দ

অনাপত্তিপত্র পেলেন মেহেদী মিরাজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ মে, ২০২৫
অনাপত্তিপত্র পেলেন মেহেদী মিরাজ ছবি : সংগৃহীত।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ সোমবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিরাজকে এনওসি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২২ মে থেকে ২৫ মে ২০২৫ পর্যন্ত সময়ের জন্য মিরাজকে পিএসএলে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তিনি লাহোর কালান্দার্স দলের হয়ে মাঠে নামবেন।

এই মুহূর্তে জাতীয় দলের টি২০ স্কোয়াডে না থাকায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজার জায়গায় মিরাজকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। চলতি আসরে দলটির হয়ে খেলেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে এই মুহূর্তে বাংলাদেশ টি২০ দলের সঙ্গে থাকায় টুর্নামেন্টটিতে তিনি আর খেলছেন না।

রিশাদ না থাকলেও দলটিতে আছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

thebgbd.com/NA