বকেয়া বেতন ও বোনাসের দাবিতে অতিথি ভবন যমুনার অভিমুখে রওনা হয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। বিক্ষোভ মিছিল নিয়ে এগোলে পুলিশের বাধায় কাকরাইলে রাস্তায় বসে পড়েন তারা। প্রচণ্ড বৃষ্টির মাঝেও তারা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আন্দোলন করতে থাকেন তারা। শ্রমিকদের বাধায় কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা। সেখান থেকেই যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করে তারা।
তারা বলছেন, সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা স্মারকলিপি দিয়ে আসলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা আজও শ্রম কর্মকর্তাদের ভবনে প্রবেশ করতে দিচ্ছি না। তাদের ১ হাজার ৫৮ জন শ্রমিকের ১৪ মাসের বকেয়া বেতন ২০ কোটি ৮৬ লাখ টাকা ও ঈদ বোনাস পরিশোধের দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
thebgbd.com/NA