ঢাকা | বঙ্গাব্দ

দেশজুড়ে পুলিশের অভিযানে এক মাসে গ্রেপ্তার ৪৮ হাজার

সারাদেশে পুলিশের চলমান অভিযানে গত এক মাসে গ্রেপ্তার হয়েছে ৪৮ হাজার ৪০০ জন।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ মে, ২০২৫
দেশজুড়ে পুলিশের অভিযানে এক মাসে গ্রেপ্তার ৪৮ হাজার ছবি : সংগৃহীত।

সারাদেশে পুলিশের চলমান অভিযানে গত এক মাসে গ্রেপ্তার হয়েছে ৪৮ হাজার ৪০০ জন। ১৯ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত এই ৩১ দিনে প্রতিদিন গড়ে ১ হাজার ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা অতীতের ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দৈনিক গড় গ্রেপ্তারের চেয়েও বেশি।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১০ মে ছিল সবচেয়ে বেশি গ্রেপ্তারের দিন—এ দিন গ্রেপ্তার হন ২ হাজার ৭৭১ জন। পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এই গ্রেপ্তার অভিযান বিশেষ কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং পুলিশের নিয়মিত তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষার অংশ।

তিনি আরও জানান, নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর সদস্যরা গোপনে কার্যক্রম চালিয়ে যাওয়ায় গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে। কয়েক মাস আগেও প্রতিদিন গড়ে ১ হাজার ১০০ জন গ্রেপ্তার হতো।

এই অভিযানে আওয়ামী লীগের অন্তত ১৭৫ জন নেতা-কর্মীও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), জেবুন্নেসা আফরোজ (বরিশাল-৫), কাজী মনিরুল ইসলাম মনু (ঢাকা-৫), জাফর আলম (কক্সবাজার-১), এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, শামীমা শাহরিয়ার প্রমুখ।

৯ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি-কে তার বাসা থেকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের অনেক নেতাকর্মীকেও আটক করা হয়েছে। ১৮ মে গুলিস্তানের ঝটিকা মিছিল থেকে ১১ জন এবং ১৯ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও ১৬ জন গ্রেপ্তার হয়। রায়েরবাজারে এক অভিযানে ৪৪ জনকে আটক করা হয়, যাদের মধ্যে মাদক কারবারি, ছিনতাইকারী এবং ওয়ারেন্টভুক্ত অপরাধীও রয়েছে।

তবে গ্রেপ্তারের সংখ্যা বাড়লেও কারাগারে মোট বন্দির সংখ্যা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ আলম চৌধুরী। তিনি বলেন, নতুন গ্রেপ্তার ও জামিনপ্রাপ্তদের ভারসাম্যের ফলে কারাগারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়নি।

thebgbd.com/NA