ম্যানচেস্টার সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনে আগেই জানিয়ে দিয়েছিলেন চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। যার ফলে মঙ্গলবার (২০ মে) ছিল ডি ব্রুইনের সিটির মাঠে শেষ ম্যাচ। সেই ম্যাচে জয় পেয়েছে সিটিজেনরা। তবে গোল করার একটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন ডি ব্রুইনে।
ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে শুরুর একাদশ থেকেই ছিলেন ডি ব্রুইনে। তবে ৬৯তম মিনিটে তাকে উঠিয়ে নেন পেপ। মাঠ ছাড়ার আগে ডি ব্রুইনেকে সংবর্ধনা দেয় পুরো দল।
তার আগে ম্যাচের ১৪তম মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন ওমর মারমাউস। ৩০ গজ দূর থেকে গোল করেন মিশরীয় এই তারকা। মৌসুমের সেরা গোলের তালিকায় নিশ্চিত যা জায়গা করে নেবে। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্ডো সিলভা। আর দ্বিতীয় হাফে ডি ব্রুইনের বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেজ ৮৯তম মিনিটে সিটির শেষ গোলটি করেন।
তবে বাড়ানো সময়ের শেষ মিনিটে এক গোল শোধ দেয় বোর্নমাউথ। মাঝে দুই দলই ১০ জনে পরিণত হয়। ৬৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির মিডফিল্ডার কোভাসিচ। আর ৭৩তম মিনিটে কুক লাল কার্ড দেখলে বোর্নমাউথও দশ জনে পরিণত হয়।
এদিকে বোর্নমাউথকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রায় নিশ্চিত করল সিটিজেনরা। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আসছে সিটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে সিটির দরকার ১ পয়েন্ট। আগামী সপ্তাহে ফুলহ্যামের মুখোমুখি হবে ম্যান সিটি।
thebgbd.com/NIT