টিএনজেড গার্মেন্টসসহ যেসব প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের পাওনা বকেয়া রেখেছেন, তারা আগামী ২৮ মে’র মধ্যে তা পরিশোধ না করলে দেশে বা বিদেশে যেখানেই থাকুক, তাদের আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বুধবার (২১ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নৌপথের নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা বলেন। জানান, ঈদে লঞ্চে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি লঞ্চে চারজন সশস্ত্র আনসার মোতায়েন থাকবে এবং বাল্কহেড চলাচল ঈদের আগে ও পরে তিনদিন বন্ধ থাকবে।
তিনি বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধে কেউ ছাড় পাবে না। ইতিমধ্যে ৫ জন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারা বিদেশে থাকলে রেড এলার্ট জারির নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা আরও জানান, বেতন না দিলে মালিকরা দেশের বাইরে তো দূরের কথা, ঢাকার বাইরে যেতেও পারবেন না। শ্রম আদালতে মামলাও হচ্ছে এবং আরও মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
thebgbd.com/NIT