ঢাকা | বঙ্গাব্দ

৪৭তম বিসিএস থেকে আবেদনকারীদের দেওয়া হবে ইউনিক আইডি

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নেওয়া প্রতিটি আবেদনকারীকে দেওয়া হবে একটি করে ইউনিক আইডি।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ মে, ২০২৫
৪৭তম বিসিএস থেকে আবেদনকারীদের দেওয়া হবে ইউনিক আইডি ছবি : সংগৃহীত ।

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নেওয়া প্রতিটি আবেদনকারীকে দেওয়া হবে একটি করে ইউনিক আইডি। এই আইডির মাধ্যমে প্রার্থীরা প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—বিসিএস পরীক্ষার প্রতিটি ধাপের প্রাপ্ত নম্বর ও ফলাফল এক জায়গায় দেখতে পারবেন।


সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, এটি বাস্তবায়নের জন্য বর্তমানে বিধিমালা সংশোধনের কাজ চলছে। পিএসসি সূত্র জানায়, এত দিন শুধু লিখিত পরীক্ষার নম্বর জানার জন্য আলাদা আবেদন করতে হতো প্রার্থীদের। এখন থেকে ইউনিক আইডির মাধ্যমে ফল জানার পাশাপাশি প্রার্থীরা একই আইডি ব্যবহার করে পিএসসির ক্যাডার ও নন-ক্যাডার উভয় পদেই আবেদন করতে পারবেন। এতে আবেদন প্রক্রিয়ার জটিলতা কমে আসবে।


পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, এটি নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে সহায়ক হবে। ৪৭তম বিসিএস থেকেই এটি কার্যকর করার আশা করছেন তারা।



thebgbd.com/NA