ঢাকা | বঙ্গাব্দ

আটক ৩ নেতা মুচলেকায় মুক্ত, যা বলছেন হান্নান মাসউদ

ধানমন্ডির ৪ নম্বর সড়কে হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাসার সামনে অবস্থান নেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) তিন নেতাকে আটক করে পুলিশ।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ মে, ২০২৫
আটক ৩ নেতা মুচলেকায় মুক্ত, যা বলছেন হান্নান মাসউদ ছবি : সংগৃহীত ।

ধানমন্ডির ৪ নম্বর সড়কে হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাসার সামনে অবস্থান নেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) তিন নেতাকে আটক করে পুলিশ। সোমবার রাতে তারা গোলাম মোস্তফাকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দিয়ে তার গ্রেপ্তার দাবি করে বাসার সামনে অবস্থান নেন। পরে গোলাম মোস্তফা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে থানায় নিয়ে যায়।


প্রায় ১৩ ঘণ্টা পর মঙ্গলবার তাদের জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু জানান, কোনো লিখিত অভিযোগ না থাকায় তাদের ছাড়া হয়েছে।


বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হলে হান্নান মাসউদ ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, ডিএমপি কমিশনারের অনুরোধে তিনি থানায় যান এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিষয়টি মীমাংসা করেন। তিনি আরও বলেন, ঘটনাস্থলে নিয়মিত মব সৃষ্টি করা একটি সংগঠনের সদস্যও ছিলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপিকে তথ্য দেওয়া হয়েছে।


ঘটনার পর এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ পাঠান, যার জবাব দিতে তিন দিন সময় দেওয়া হয়েছে।



thebgbd.com/NA