ঢাকা | বঙ্গাব্দ

এনসিপির সাবেক নেতা ও স্বাস্থ্য উপদেষ্টার দুই সহকারীকে জিজ্ঞাসাবাদ

তদবির ও টেন্ডার বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর এবং স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ মে, ২০২৫
এনসিপির সাবেক নেতা ও স্বাস্থ্য উপদেষ্টার দুই সহকারীকে জিজ্ঞাসাবাদ ছবি : সংগৃহীত ।

তদবির ও টেন্ডার বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর এবং স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার সকালে তারা দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হন এবং কমিশনের পরিচালক রফিকুজ্জামানের নেতৃত্বে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।


গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিবিতে কাগজ সরবরাহের বিপরীতে প্রায় ৪০০ কোটি টাকা কমিশন নেওয়া এবং ডিসি নিয়োগে তদবিরসহ একাধিক অভিযোগ রয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে তিনি নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।


এছাড়া স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য ও তদবিরের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের দুদকের তলবে হাজির হওয়ার দিন ছিল গতকাল মঙ্গলবার।



thebgbd.com/NA