ঢাকা | বঙ্গাব্দ

রাখাইনে ত্রাণ পাঠাতে করিডর নয়, জাতিসংঘ প্রস্তাবের বিষয়ে ভাবছে বাংলাদেশ

মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভেতর দিয়ে করিডর চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ মে, ২০২৫
রাখাইনে ত্রাণ পাঠাতে করিডর নয়, জাতিসংঘ প্রস্তাবের বিষয়ে ভাবছে বাংলাদেশ ছবি : সংগৃহীত ।

মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভেতর দিয়ে করিডর চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে জাতিসংঘের প্রস্তাব বিবেচনায় রয়েছে।


বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাখাইনের পরিস্থিতি করিডর দেওয়ার মতো নয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নিলে তখন দেখা হবে।


তিনি বলেন, সংঘাতে বিপর্যস্ত রাখাইনে সাহায্য পাঠাতে বাংলাদেশই এখন একমাত্র সম্ভাব্য পথ। কিন্তু মানবিক সহায়তা দেওয়ার আগে নিরাপত্তা, বৈষম্যহীন প্রবেশাধিকার ও সহিংসতা বন্ধসহ কিছু পূর্বশর্ত পূরণ জরুরি।


আরাকান বাহিনীর সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগের বিষয়ে তিনি জানান, সীমান্ত শান্ত রাখতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থেই সংলাপ চলছে। তবে তাদের কার্যক্রম ও মানবাধিকার প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নির্ভর করবে ভবিষ্যতের যোগাযোগ।


বাংলাদেশ জানিয়ে দিয়েছে, আরও বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। বিশ্ব সম্প্রদায়কে একযোগে রাখাইনের সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা।



thebgbd.com/NA