দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে জেলে যাওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর।
বুধবার (২১ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমি সামাজিকভাবে হেয় হচ্ছি।”
তানভীরের বিরুদ্ধে এনসিটিবি কাগজ সরবরাহে ৪০০ কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগে তদবির, টেন্ডার ও চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
তিনি দাবি করেন, “১১০ কোটি, ২৫০ কোটি কিংবা ৪০০ কোটি—এই ধরনের সংখ্যা কিভাবে এলো, সেটি তদন্ত হওয়া উচিত। এসব অভিযোগের পেছনে কোনো প্রমাণ নেই।”
এনসিপি গত ২১ এপ্রিল তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়। ১৫ মে দুদক থেকে তাকে তলব করা হয়।
thebgbd.com/NA