দেশের রাজনৈতিক কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২১ মে) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, "রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না।"
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “ইসি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও তা করে যাবে।”
স্থানীয় সরকার নির্বাচন আয়োজন প্রসঙ্গে বলেন, “কোন নির্বাচন আগে বা পরে হবে—এটা ইসির এখতিয়ার নয়, সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ইসির দায়িত্ব কেবল নির্বাচন আয়োজন করা।”
এ ছাড়া ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা ও তা গেজেট আকারে প্রকাশের পর ইসির নিরব ভূমিকা নিয়ে সমালোচনার জবাবে সানাউল্লাহ জানান, "আইন পর্যালোচনায় দেখা গেছে এখানে ইসির পক্ষভুক্ত হওয়ার সুযোগ নেই। অতীতেও এমন নজির নেই।"
thebgbd.com/NA