ঢাকা | বঙ্গাব্দ

ত্রাণ নিয়ে আমিরাত-ইসরায়েল চুক্তি

২ মার্চ থেকে তেল আবিবের জারি করা পূর্ণ অবরোধের ফলে গাজায় মানবিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়েছে।
  • অনলাইন ডেস্ক | ২১ মে, ২০২৫
ত্রাণ নিয়ে আমিরাত-ইসরায়েল চুক্তি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

গাজা উপত্যকায় জরুরি মানবিক ত্রাণ সরবরাহের লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে দুবাই থেকে এএফপি এ খবর জানিয়েছে। চলমান অবরোধে গাজায় ভয়াবহ খাদ্য ও ওষুধের সংকট দেখা দেওয়ায় ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ব্যাপকভাবে বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানায়, ২ মার্চ থেকে তেল আবিবের জারি করা পূর্ণ অবরোধের ফলে অঞ্চলটিতে মানবিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়েছে।


এদিকে, ইসরাইল জানিয়েছে, মঙ্গলবার তারা ৯৩টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে। তবে জাতিসংঘের তথ্যমতে, ওই ত্রাণ মূলত আটকে আছে এবং এখনও বিতরণ শুরু হয়নি। সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআরের মধ্যে ফোনালাপের মাধ্যমে এই সমঝোতায় পৌঁছানো হয় বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা ডব্লিউএএম।


বিবৃতিতে আরো বলা হয়, ‘এই ত্রাণ উদ্যোগে প্রাথমিক পর্যায়ে গাজার প্রায় ১৫ হাজার বাসিন্দার খাদ্য চাহিদা পূরণ করবে।’ এ ছাড়াও গাজা উপত্যকায় অবস্থিত বেকারিগুলোর জন্য প্রয়োজনীয় মালামাল এবং শিশুদের যত্নে জরুরি সহায়তা সামগ্রী সরবরাহ করা হবে। পাশপাশি নাগরিকদের নিয়মিত চাহিদা পূরণের জন্য নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে আমিরাত।


সূত্র: এএফপি


এসজেড