ঢাকা | বঙ্গাব্দ

প্রেসিডেন্ট পদে আগ্রহ ট্রাম্প জুনিয়রের

বুধবারের ফোরামে ট্রাম্প জুনিয়র আর সে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘যদি দায়িত্বের ডাক আসে।’
  • অনলাইন ডেস্ক | ২১ মে, ২০২৫
প্রেসিডেন্ট পদে আগ্রহ ট্রাম্প জুনিয়রের ট্রাম্প জুনিয়র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বুধবার বলেছেন, তিনি ‘হয়তো কোনও একদিন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর আগে তিনি হোয়াইট হাউসের দৌড়ে নামার সম্ভাবনা নাকচ করে দেন। দোহা থেকে এএফপি জানায়, ট্রাম্প জুনিয়র


কাতারের রাজধানী দোহার ব্লুমবার্গ কাতার ইকোনমিক ফোরামে এক প্যানেল আলোচনায় অংশ নেন। এসময় তাকে 'তিনি বাবার উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না- জিজ্ঞাসা করা হলে প্রথমে হেসে ফেলেন তিনি। এরপর বলেন, এটা একেবারে অসম্ভব নয়। ট্রাম্প জুনিয়র বলেন, ‘প্রশ্ন শুনে সম্মানিত বোধ করছি এবং এটা জেনে ভালো লাগছে কিছু মানুষ এতে খুশি।’


তিনি যোগ করেন, ‘আপনি কখনোই জানেন না ভবিষ্যতে কী হয়।’ ৪৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পরিবার নিয়ন্ত্রিত রিয়েল এস্টেট কোম্পানিটি বিলাসবহুল আবাসন খাতে কাজ করে। পাশাপাশি ট্রাম্প জুনিয়র তার বাবার ডানপন্থী ম্যাগা (মেক আমেরিকা গ্রেট এগেন) রাজনৈতিক দর্শনের প্রবল সমর্থক।


চলতি বছরের মার্চ মাসে বামপন্থী সংবাদমাধ্যম মিডিয়েট জানায়, ট্রাম্প জুনিয়র ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা’ করছেন। তবে তখন তিনি তা অস্বীকার করেন। তবে বুধবারের ফোরামে ট্রাম্প জুনিয়র আর সে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘জানি না...হয়তো কোনও একদিন, যদি এই দায়িত্বের ডাক আসে।’


‘আমার মনে হয়, আমার বাবা রিপাবলিকান পার্টিকে আমূল বদলে দিয়েছেন। এখন এটা ‘আমেরিকা ফার্স্ট’ পার্টি, চাইলে আপনি একে ম্যাগা পার্টিও বলতে পারেন,’ যোগ করেন তিনি। ট্রাম্প অর্গানাইজেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন ট্রাম্পের দুই বড় ছেলে—ডোনাল্ড জুনিয়র ও এরিক। যদিও ২০১৬ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে নির্বাহী পদ থেকে সরে দাঁড়িয়েছেন, তবু তিনি ট্রাস্টের মাধ্যমে কোম্পানিতে নিজের মালিকানা ধরে রেখেছেন।


সূত্র: এএফপি


এসজেড