ঢাকা | বঙ্গাব্দ

পারমাণবিক যুদ্ধ নিয়ে ভারতকে যে বার্তা দিলো পাকিস্তান

ভারতের ‘অহংকারপূর্ণ’ যুদ্ধোত্তেজক বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একটি বিরোধ প্রকৃতপক্ষেই বিদ্যমান এবং তা যেকোনো সময় জ্বলে উঠতে পারে।
  • অনলাইন ডেস্ক | ২১ মে, ২০২৫
পারমাণবিক যুদ্ধ নিয়ে ভারতকে যে বার্তা দিলো পাকিস্তান ফাইল ছবি

পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হবে চরম মূর্খতা এবং এই ধরনের সংঘাত কল্পনাতীত ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।


ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেন, ‘পারমাণবিক সংঘর্ষ দুই দেশকেই ধ্বংসের দিকে নিয়ে যাবে।’ খবর জিও নিউজের।


তিনি বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা প্রস্তুত আছি।


ভারতের ‘অহংকারপূর্ণ’ যুদ্ধোত্তেজক বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একটি বিরোধ প্রকৃতপক্ষেই বিদ্যমান এবং তা যেকোনো সময় জ্বলে উঠতে পারে।


দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারমাণবিক সংঘাতের আশঙ্কা সম্পর্কে এক প্রশ্নের জবাবে জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ভারত মিথ্যা বর্ণনার ওপর ভিত্তি করে আগুন নিয়ে খেলছে।


পেহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতীয় অভিযোগের জবাবে তিনি জানান, ভারত যদি কোনো পাকিস্তানির বিরুদ্ধে প্রমাণ দিতে পারে, তবে তারা ব্যবস্থা নেবে।


thebgbd.com/NIT