ঢাকা | বঙ্গাব্দ

মমতাজের ওপর ডিম নিক্ষেপ

আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় রীতিমতো মমতাজের ওপর বৃষ্টির মতো ডিম নিক্ষেপ করা হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ মে, ২০২৫
মমতাজের ওপর ডিম নিক্ষেপ ফাইল ছবি

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা মামলাসহ দুটি মামলায় পৃথক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে প্রিজন ভ্যানে করে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।


বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা অবস্থায় আদালতে উপস্থিত হন তিনি। পরে আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় রীতিমতো মমতাজের ওপর বৃষ্টির মতো ডিম নিক্ষেপ করা হয়। ছোড়া হয় জুতাও। যা সামাল দিতে হিমশিল খাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনীও।


এর আগে, মমতাজকে এজলাসে তোলার সময় পুলিশের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের ধাক্কাধাক্কি হয়। মমতাজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন মানিকগঞ্জ কোর্টের ওসি আবুল খায়ের।


তিনি জানান, আদালত-১ এর বিচারক আব্দুন নূর এক মামলায় চার দিনের এবং আদালত-৩ এর বিচারক আইভি আক্তার অন্য মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


২০১৩ সালের একটি হরতালের সময় সিংগাইরের গোবিন্দলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মমতাজকে প্রধান আসামি করা হয়। এছাড়া হরিরামপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।


মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হয়ে ওই বছরই নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। এরপর থেকে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। তার আত্মীয়স্বজন ও অনুসারীদের নিয়ে পরিবহণে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ–বাণিজ্য, পদ–বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। 


২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সংসদ সদস্য হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে ধরাশায়ী হন তিনি। তবে এখনো তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে আছেন।


thebgbd.com/NIT