ঢাকা | বঙ্গাব্দ

ইউরোপা লিগ জয়ী পোস্তেকগ্লু এসেছিলেন ঢাকাতেও

বাংলাদেশে পা রেখেছেন ফুটবলের এমন গ্রেট কোচদের কথা বললে সবার আগে আসবে জিনেদিন জিদানের নাম। ২০০৬ সালে যিনি এসেছিলেন বাংলাদেশে। এরপরেই হয়ত থাকবে আঞ্জে পোস্তেকগ্লুর নাম।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ মে, ২০২৫
ইউরোপা লিগ জয়ী পোস্তেকগ্লু এসেছিলেন ঢাকাতেও ফাইল ছবি

টটেনহামে দায়িত্ব নিয়েই বলেছিলেন, আমি খুব বেশি শিরোপা জিতিনি। তবে সব ক্লাবেই দ্বিতীয় বছরে শিরোপা জিতেছি। অস্ট্রেলিয়ান কোচ আঞ্জে পোস্তেকোগ্লুর এমন কথা এতদিন পর্যন্ত ফুটবলে একটা সাধারণ বাক্য হয়েই টিকে ছিল। তবে বুধবার রাতের পর থেকে নিশ্চিতভাবেই এই কথার মূল্যায়ন থাকবে অনেক বেশি। 


আঞ্জে পোস্তেকোগ্লু যখন এই কথা বলছিলেন, তখন টটেনহামের ট্রফি ক্যাবিনেটে নতুন শিরোপা নেই ১৭ বছর ধরে। আর ইউরোপিয়ান কোনো শিরোপা তাদের কাছে আসেনি ৪০ বছর ধরে। এরমাঝে নতুন মৌসুমে পোস্তেকোগ্লু জাদু দেখালেন নতুন করে। যদিও মৌসুমের শেষে এসে নিজের দলের মান আর ধরে রাখা হয়নি। 


তবে পোস্তেকোগ্লু কথা রেখেছেন। নিজের দ্বিতীয় বছরে এসে শিরোপা জেতার সেই ধারা ধরে রাখলেন টটেনহামে এসেও। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে স্পার্সদের জেতালেন ইউরোপা লিগ ফাইনাল। ১৭ বছর পর অবশেষে টটেনহ্যাম হাসলো শিরোপা জয়ের হাসি। 


ইউরোপের দল টটেনহ্যাম কিংবা বৈশ্বিক গণমাধ্যম যখন এই অস্ট্রেলিয়ান কোচের প্রশংসা করছেন, তখন বাংলাদেশের ফুটবল ভক্তদের মাঝেও উঁকি দিচ্ছে ১০ বছর আগের এক স্মৃতি। 


বাংলাদেশে পা রেখেছেন ফুটবলের এমন গ্রেট কোচদের কথা বললে সবার আগে আসবে জিনেদিন জিদানের নাম। ২০০৬ সালে যিনি এসেছিলেন বাংলাদেশে। এরপরেই হয়ত থাকবে আঞ্জে পোস্তেকগ্লুর নাম। টম সেইন্টফিট বা অটো ফিস্টারদের চেয়ে পোস্তেকোগ্লুর প্রোফাইল ভারিই থাকবে। 


২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অস্ট্রেলিয়া দলের কোচ হয়ে বাংলাদেশে এসেছিলেন পোস্তেকোগ্লু। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সেদিন অস্ট্রেলিয়ার কাছে অসহায়ভাবেই হেরেছিল বাংলাদেশ। অবশ্য সেই সময়ের সকারুজ দলটা আক্ষরিক অর্থেই ছিল এশিয়ার সেরা। ২০১৫ সালেই এএফসি এশিয়ান শিরোপা জিতেছিল তারা। 


পোস্তেকোগ্লু এরপর গিয়েছেন জাপানের ইয়োকোহামা মেরিনার্স এবং স্কটল্যান্ডের সেল্টিকের হয়ে। সেখানেও পেয়েছিলেন শিরোপার দেখা। ২০২৪ সালে এসেছিলেন টটেনহামে। লিগে যাচ্ছেতাই অবস্থা হলেও স্পার্স সমর্থকদের কাছে দেয়া কথা ঠিকই রেখেছেন তিনি।


দ্বিতীয় মৌসুমেই এনে দিলেন শিরোপা। বাংলাদেশের গুলিস্তান থেকে স্পেনের স্যান মামোস– পোস্তেকগ্লু কথা রেখেছেন, দলকে দিয়েছেন শিরোপা জয়ের স্বাদ। 


thebgbd.com/NIT