ঢাকা | বঙ্গাব্দ

কমলো ইন্টারনেটের দাম

গ্রাহক পর্যায়ে আরও কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ মে, ২০২৫
কমলো ইন্টারনেটের দাম ছবি : সংগৃহীত।

গ্রাহক পর্যায়ে আরও কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম। নতুন দামে ৫ এমবিপিএস সংযোগে ৫০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা করাসহ কমেছে অন্যান্য প্যাকেজের দামও।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের জারি করা রোববারের এক পরিপত্রে এই তথ্য জানা যায়। ইন্টারনেট ব্যবহারের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনার জন্য ইন্টারনেট ট্যারিফ প্রণয়নে সরকারি/বেসরকারি সব ধরনের ইন্টারনেট সেবা প্রদানকারীদের (আইএসপি) জন্য বিটিআরসি কর্তৃক একটি খসড়া প্রস্তুত করে অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয় এবং পরবর্তীতে সরকার কর্তৃক ট্যারিফটি অনুমোদিত হয়।

নতুন মূল্যে ৫ এমবিপিএস সংযোগে ৫০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা, ১০ এমবিপিএসে ৮০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং ২০ এমবি পিএস সংযোগে মাসিক ১২০০ টাকার পরিবর্তে ১১০০ টাকা দিতে হবে গ্রাহকদের।

thebgbd.com/NA