ঢাকা | বঙ্গাব্দ

হেলে পড়েছে সাত তলা ভবন

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা সদরে একটি সাত তলা ভবন হেলে পড়েছে। ভবনটি প্রায় ১৫-১৮ ইঞ্চি হেলে পড়ে পাশের একটি ছয়তলা ভবনের গায়ে ঠেকেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ মে, ২০২৫
হেলে পড়েছে সাত তলা ভবন ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা সদরে একটি সাত তলা ভবন হেলে পড়েছে। ভবনটি প্রায় ১৫-১৮ ইঞ্চি হেলে পড়ে পাশের একটি ছয়তলা ভবনের গায়ে ঠেকেছে। বাসিন্দারা বলেছেন, কিছুদিন আগে দুটি ভবনের মাঝে এক হাতের মতো ফাঁকা ছিল। কিন্তু এখন সাত তলা ভবনটি অন্যটির গায়ে হেলে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সদরের উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বিপরীতে ১০০ গজ সামনেই বিএস ৭৮৫৫ নম্বর দাগের ওপর পৌরসভার বাসিন্দা মো. আবদুল খালেক সাত শতক জমিতে নির্মাণ করেছেন সাত তলা ভবনটি। যেটি ইতিমধ্যে আরেকটির ওপর ঠেকে আছে। বাসিন্দাদের দাবি, পৌর কর্তৃপক্ষ ভবনটির নকশা এখনো বাতিল করছেন না। ঝুঁকিপূর্ণ ভবনটি যেকোনো মুহূর্তে ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অভিযোগ উঠেছে, মালিক আবদুল খালেক ২০১৯ সালে ভবনটির নির্মাণ কাজ শুরু করেন। এ সময় পৌর কর্তৃপক্ষের সঙ্গে আঁতাত করে ছয় তলা ভবনের অনুমোদন নেন। ২০২১-২২ সাল থেকে সেখানে বসবাস শুরু করেন। ভবনটিতে বেশকিছু ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, নির্মাণের প্রথম দিকে ৩-৪ ইঞ্চি হেলে পড়ে ভবনটি। সেসময় এলাকাবাসী মৌখিকভাবে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অভিযোগ করার পর কর্তৃপক্ষ ভবন মালিককে দ্রুত ব্যবস্থা নিতে তাগাদা দেন। কিন্তু অজানা কারণে ভবন মালিক তা গুরুত্ব দেয়নি।

সরেজমিনে দেখা যায়, ভবনটিতে ২১টি পরিবারের প্রায় অর্ধশতাধিক সদস্য বাস করেন। ভবনের পাশে বসবাসরত মো. তসলিম উদ্দিন বলেন, ‘এটির অবস্থা খুবই খারাপ। এটি বর্তমানে ঝুঁকে পড়েছে প্রায় ১৮-২০ ইঞ্চি। ঝুঁকিপূর্ণ ভবনটিতে অনেক লোকের বাস থাকলেও দেখার কেউ নেই। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।’

ফটিকছড়ি পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী রাজীব বড়ুয়া বলেন, ‘ভবনটির ছয় তলার অনুমোদন আছে। পরে মালিক অন্যায়ভাবে সাত তলা করেছেন।’

ভবনটির মালিক প্রবাসী মো. আবদুল খালকের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ভবন হেলে পড়ার খবর পেয়ে প্রকৌশলী টিম সহ আমরা পরিদর্শন করেছি। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সূত্র: কালের কণ্ঠ

thebgbd.com/NA