রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে ব্যাপক ড্রোন হামলার ফলে বৃহস্পতিবার বিমান চলাচল ব্যাহত হয়। মস্কো থেকে এএফপি জানায়, শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন ও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ হামলার একদিন আগেই শহরের দিকে আরও ২৭ টি ড্রোন ছোড়া হয় উল্লেখ করে টেলিগ্রামের এক পোস্টে সোবিয়ানিন জানান, ‘রাত ১২টার পর থেকে মস্কোর দিকে ছুটে আসা ২৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন।’ ইতোমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দাবি করেছে, রাশিয়া তাদের ওপর রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে।
তিন বছরের বেশি চলা রাশিয়া-ইউক্রেন সংঘাতে প্রতিদিনই পাল্টাপাল্টি ড্রোন হামলা চলছে। তবে মস্কো তুলনামূলকভাবে এ ধরনের হামলা থেকে অনেকটাই নিরাপদ ছিল। বৃহস্পতিবার মস্কোর একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়, জানায় রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া। শহরের প্রধান বিমানবন্দর শেরেমেতিয়েভোসহ ভনুকোভো, দোমোদেদোভো ও ঝুকোভস্কিয়তে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়।
সূত্র: এএফপি
এসজেড