ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে তাকে আরও কঠোর জবাব দেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার (১৪ জুন) ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি। তবে আমরা ইসরায়েলের আগ্রাসনের জবাবে দৃঢ়তার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছি।
তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল যদি হামলা চালাতে থাকে, তাহলে শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
এই প্রেক্ষাপটে তিনি মুসলিম ও আঞ্চলিক দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, ইসরায়েলের বর্তমান আগ্রাসন গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে।
সূত্র: বিবিসি
thebgbd.com/NIT