ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়া-লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলের সঙ্গে সিরিয়া ও লেবাননের একটি চুক্তি হওয়া অপরিহার্য।
  • অনলাইন ডেস্ক | ০১ জুলাই, ২০২৫
সিরিয়া-লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরান-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের জন্য একটি ‘নতুন পথের’ দিকে যাত্রার সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। তিনি রোববার বলেছেন, সিরিয়া ও লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তিতে পৌঁছানো প্রয়োজন। ইস্তামবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে একটি চুক্তি হওয়া অপরিহার্য। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট (আহমেদ) আল-শারা ইঙ্গিত দিয়েছেন, তিনি ইসরায়েলকে ঘৃণা করেন না এবং তিনি শান্তি চান। আমার মনে হয় লেবাননের সঙ্গেও চুক্তি হবে।


সূত্র: এএফপি


এসজেড