টানা বাণিজ্যিক সাফল্যের ধারাবাহিকতায় ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান এবার দেখা দিতে যাচ্ছেন নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত নতুন সিনেমায়। নাম ‘Once Upon a Time in Dhaka’। সিনেমাটির মূল চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায় শাকিবকে চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ছবিটির পরিচালনায় আছেন ছোট পর্দার পরিচিত নির্মাতা আবু হায়াত মাহমুদ, যিনি এই প্রথমবার বড় পর্দায় নামছেন। চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন, যিনি ঢাকার অপরাধজগতের বাস্তব ঘটনাগুলোকে রূপ দিয়েছেন সিনেমার গল্পে।
প্রথমে শরিফুল রাজ বা মোশাররফ করিমের নাম শোনা গেলেও বছর ঘুরতেই চূড়ান্ত চমক এনে দিলেন নির্মাতা। শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, স্ক্রিপ্ট পাঠ, পারিশ্রমিকসহ প্রক্রিয়ার প্রায় সব কিছুই শেষ, এখন শুধু আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা।
২০২৬ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্যে নির্মাণ এগোচ্ছে। শোনা যাচ্ছে, এতে আরও থাকবেন তারিক আনাম খান, দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিম। তবে শাকিবের বিপরীতে নায়িকা এখনও ঠিক হয়নি।
সিনেমায় উঠে আসবে ঢাকার অপরাধজগতের অন্ধকার অধ্যায়—কালো টাকা, গ্যাং রাজনীতি, মাফিয়া প্রভাব আর শহরের বিপরীত এক বাস্তবতা, যার কেন্দ্রে থাকবে শক্তিশালী ও আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’।
thebgbd.com/NA