ঢাকা | বঙ্গাব্দ

গাজায় নিহত আরও ১৫

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০৪ জুলাই, ২০২৫
গাজায় নিহত আরও ১৫ বিধ্বস্ত গাজা।

ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের পর শুক্রবার গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, রাতভর ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইসরাইল সম্প্রতি গাজা উপত্যকায় তাদের সামরিক অভিযান বাড়িয়েছে। এই যুদ্ধ উপত্যকার ২০ লাখেরও বেশি বাসিন্দার জন্য ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি করেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর এএফপিকে জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন।


মুঘাইর আরও বলেন, ইসরাইল শুক্রবার ভোরে খান ইউনিসের উপকূলে তাঁবুতে আরও দুটি হামলা চালিয়েছে। হামলায় দুটি শিশুসহ আটজন নিহত হয়েছেন। এএফপি যোগাযোগ করলে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, নির্দিষ্ট আক্রমণের বিষয়ে মন্তব্য করতে পারবে না। তবে তারা জানায়, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করার জন্য তারা হামলা চালিয়ে যাচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড