ঢাকা | বঙ্গাব্দ

জনসমক্ষে খামেনি

১৩ জুন ইসরায়েল আকস্মিক বিমান হামলার মাধ্যমে সংঘাত শুরু করার আগে থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।
  • অনলাইন ডেস্ক | ০৬ জুলাই, ২০২৫
জনসমক্ষে খামেনি আয়াতুল্লাহ আলি খামেনি

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শুরু হওয়ার পর শনিবার প্রথম প্রকাশ্যে তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।


তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, শিয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ তারিখ ইমাম হুসেনের শাহাদাত বার্ষিকী উদযাপনের সময় মসজিদে অনুরাগীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং অনুপ্রাণিত করছেন এই বৃদ্ধ নেতা। কালো পোশাক পরা ৮৬ বছর বয়সী খামেনিকে মঞ্চে দেখা যায়।  


তার সামনে ভিড়, তারা বাতাসে মুষ্টিবদ্ধ করে বলছে, ‘আমাদের নেতার জন্য আমাদের শিরায় রক্ত!’ রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ক্লিপটি তেহরানের কেন্দ্রীয় ইমাম খামেনি মসজিদে চিত্রায়িত করা হয়েছে, যা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার নামে নামকরণ করা হয়েছে।


১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা খামেনি গত সপ্তাহে একটি পূর্ব-রেকর্ড করা ভিডিওতে বক্তব্য রাখেন। ১৩ জুন ইসরায়েল আকস্মিক বিমান হামলার মাধ্যমে সংঘাত শুরু করার আগে থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার শেষ প্রকাশ্য উপস্থিতি ছিল এরও দুই দিন আগে, যখন তিনি সংসদ সদস্যদের সঙ্গে দেখা করেন।


সূত্র: এএফপি


এসজেড