রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত লাগামহীন ও বিশাল মাত্রার লুটপাটই আওয়ামী লীগ আমলের অন্যতম বড় নির্দেশক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে”—এই কথার আড়ালে স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে কী ঘটেছে, এখন তা উন্মোচিত হচ্ছে। সেই বাস্তবতা হলো, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবিশ্বাস্য স্কেলের লুটপাট।
আসিফ মাহমুদ জানান, শিল্পী দেবাশিস চক্রবর্তী “জুলাই প্রিলিউড” শিরোনামের সিরিজ পোস্টারে এই লুটপাটের চিত্র তুলে ধরছেন। সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। শিল্পী দেবাশিস সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এসব পোস্টার নির্মাণ করছেন।
তিনি আরও জানান, শুরুতে ১০টি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও ব্যাপক আগ্রহ ও অনুপ্রেরণায় শিল্পী দেবাশিস চক্রবর্তী পোস্টারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এসব পোস্টারের মূল থিম—কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল।
আসিফ মাহমুদ সজীব বলেন, শিল্প-সংস্কৃতির ভাষায় সত্য প্রকাশের এই উদ্যোগ শুধু একটি আন্দোলনের স্মারক নয়, বরং ইতিহাসকে জনমানুষের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।
thebgbd.com/NA