বিএনপি আন্দোলনে নামলে কেউ আর নির্বাচন পেছানোর সাহস পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “সংস্কার চায় বিএনপি, তবে জনগণের ভোটাধিকার ভূলুণ্ঠিত হলে নেতাকর্মীরা চুপ থাকবে না।”
শনিবার (৬ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, “বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন, তারা সাহস থাকলে তিনশ আসনে একক প্রার্থী দিয়ে বিএনপির বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করুন।”
তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিএনপি যদি মাঠে নামে, তবে কেউ নির্বাচন পেছানোর সাহস দেখাতে পারবে না।”
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছে।”
তিনি আরও বলেন, “সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে কেউ যদি বিনা ভোটে ক্ষমতা ধরে রাখতে চায়, তবে তা কখনও বাস্তব হবে না। নির্বাচনের জন্য যেসব বাস্তব সংস্কার প্রয়োজন, তা নিশ্চিত করুন। গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে বিএনপি।”
thebgbd.com/NA