ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ জুলাই, ২০২৫
বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত।

বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


রোববার (৬ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় কিছু বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তাদের কেউই জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ইতোমধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।”


তিনি আরও জানান, “মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনের কথা বলেছেন, তাদের কেউ এখনো দেশে ফেরত আসেননি। আমরা সরকারিভাবে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এখন পর্যন্ত তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”


বাংলাদেশে জঙ্গিবাদের বর্তমান অবস্থা সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গত ১০ বছরে দেশে বড় কোনো জঙ্গি হামলা হয়নি। মিডিয়ার সহযোগিতায় দেশ থেকে কার্যত জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে।”


বাংলাদেশকে ‘জঙ্গি তকমা’ দেওয়ার কোনো পরিকল্পিত প্রচেষ্টা চলছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালোভাবে বলতে পারবে। তবে দেশের অভ্যন্তরে এমন কোনো পরিস্থিতি নেই, যা এমন সন্দেহকে উসকে দিতে পারে।”


thebgbd.com/NA