যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। গত শুক্রবার মধ্য টেক্সাসে ভারী বৃষ্টিপাতের কারণে এই ভয়াবহ বন্যা দেখা দেয়।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার কাউন্টিতে। সেখানে ২৮ শিশুসহ প্রাণ হারিয়েছেন ৬৮ জন। একটি খ্রিস্টান বালিকাদের গ্রীষ্মকালীন ক্যাম্প ‘ক্যাম্প মিস্টিক’-এ ভয়াবহ পানি ঢুকে পড়ে। এখনও ওই ক্যাম্পের ১০ জন শিশু ও এক পরামর্শদাতা নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে উদ্ধারকাজে বিঘ্ন ঘটাতে পারে। কাদা ও ধ্বংসস্তূপের ভেতর দিয়ে উদ্ধারকর্মীদের এখন সাপের হানার আশঙ্কাও মোকাবিলা করতে হচ্ছে।
ঘটনার তিন দিন পর, এটিকে টেক্সাসের ইতিহাসের অন্যতম বৃহৎ উদ্ধার অভিযানে রূপ দেওয়া হয়েছে এবং এখন সেটি ধীরে ধীরে মৃতদেহ উদ্ধারে রূপ নিচ্ছে।
কার কাউন্টিতে যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ শিশু এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত হয়নি।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার বলেন, ‘প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে আমরা সবকিছু করব।’
তিনি আরও বলেন, ‘শিশুরা যেসব পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তা বর্ণনাতীত ভয়াবহ।’
গুয়াডালুপ নদীর তীরে অবস্থিত ‘ক্যাম্প মিস্টিক’ নামের গ্রীষ্মকালীন ক্যাম্পও বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরে ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যায়। তখন সেখানে অধিকাংশ শিশুই ঘুমিয়ে ছিল।
thebgbd.com/NIT