ঢাকা | বঙ্গাব্দ

দুই বছর প্রতিদিন ক্ষেপণাস্ত্র ছুড়লেও শেষ হবে না: ইরানের জেনারেল

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এতটাই বিশাল যে দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও তা শেষ হবে না।
  • অনলাইন ডেস্ক | ০৮ জুলাই, ২০২৫
দুই বছর প্রতিদিন ক্ষেপণাস্ত্র ছুড়লেও শেষ হবে না: ইরানের জেনারেল ছবি : সংগৃহীত।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এতটাই বিশাল যে দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও তা শেষ হবে না।


মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “শহীদ জেনারেল হাজিজাদেহ একবার বলেছিলেন, যদি ইরানের সঙ্গে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়, তাহলে আমরা দুই বছর ধরে প্রতিদিন ক্ষেপণাস্ত্র ছুড়লেও আমাদের মজুদ শেষ হবে না।”


জাব্বারি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি বর্তমানে সর্বোচ্চ স্তরে রয়েছে। “আমাদের বেশিরভাগ সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র গুদাম এখনো জনসম্মুখে আসেনি। ভূগর্ভস্থ যেসব ঘাঁটি রয়েছে, তা এতটাই বিশাল যে তার বড় অংশ এখনো অপ্রকাশিত।”


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ইহুদি শত্রু ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে চায়, তবে সেটা হবে এক ঐতিহাসিক দিন। আমাদের সেনাবাহিনী, আইআরজিসি, স্থল ও বিমান বাহিনী একযোগে শক্তি প্রয়োগ করবে।”


এর আগে, এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা দাবি করেছিলেন, বর্তমানে ইরানের কাছে ২ থেকে ২.৫ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এই সংখ্যা আগামী কয়েক বছরে কয়েকগুণ বেড়ে যেতে পারে। তবে ইরান সরকার কখনোই তাদের অস্ত্র মজুদের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি, ফলে ইসরায়েলি দাবির গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় রয়ে গেছে।


গত ১৩ জুন ইসরায়েলের হামলার জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-থ্রি’ চালায়। এতে তারা প্রথমবারের মতো দূরপাল্লার সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা কঠিন জ্বালানির কারণে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম।


এছাড়াও ইরানের অস্ত্রভাণ্ডারে রয়েছে হোভেইজেহসহ বিভিন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলো সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। আল–জাজিরার সামরিক বিশ্লেষক গ্যাটোপুলোস জানান, ইরান এখন হাইপারসনিক প্রযুক্তিও অর্জন করেছে, যা পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জবাবে তৈরি এবং এর কার্যকারিতা দ্রুত বাড়ছে।


thebgbd.com/NA