ঢাকা | বঙ্গাব্দ

বৃষ্টিতে বরিশাল অচল, ১৫৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড

মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে পানিতে থইথই বরিশাল। গত ২৪ ঘণ্টায় শহরে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা এ মৌসুমের সর্বোচ্চ।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই, ২০২৫
বৃষ্টিতে বরিশাল অচল, ১৫৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড ছবি : সংগৃহীত।

মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে পানিতে থইথই বরিশাল। গত ২৪ ঘণ্টায় শহরে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা এ মৌসুমের সর্বোচ্চ।


বুধবার (৯ জুলাই) দুপুরে বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান জানান, বরিশালে আরও দুই-তিন দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


টানা পাঁচ দিনের বর্ষণে শহরের ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাটে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে জনজীবন, সবচেয়ে ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ।


নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা আল আমিন বলেন, "প্রায় প্রতিটি গলি পানিতে ডুবে আছে। বড় ড্রেনগুলো পরিষ্কার হলেও অলি-গলির ড্রেন পরিষ্কার না করায় এই দুর্ভোগ।”


পলাশপুরের বাবুল হাওলাদার বলেন, "বৃষ্টি থেমে গেলেও জলাবদ্ধতা থাকবে আরও দুই মাস। ড্রেন-নালার অভাবে পানি নামতে পারে না।”


বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী জানান, "শহরের খালগুলো পরিষ্কারের কাজ চলছে। নদীর পানি বেড়ে যাওয়ায় ড্রেনের পানি বের হতে না পেরে উল্টো শহরে ঢুকছে।”


জলাবদ্ধতা নিরসনে ১০০ কর্মীর পাঁচটি দল কাজ করছে বলে তিনি জানান। ইতোমধ্যে বেশ কয়েকটি খাল পরিষ্কার করা হয়েছে। তবে দুর্ভোগ কবে কমবে, তা এখনও অনিশ্চিত।


thebgbd.com/NA