ঢাকা | বঙ্গাব্দ

৫ অতিরিক্ত ডিআইজি ও ১০ পুলিশ সুপারসহ ১৬ কর্মকর্তার বদলি

বদলি হওয়া অতিরিক্ত ডিআইজি হলেন—পুলিশ সদর দপ্তরের রেবেকা সুলতানা, যাকে পাঠানো হয়েছে সিআইডিতে। রাজশাহী সারদার ফয়সল মাহমুদকে বদলি করা হয়েছে সিলেট রেঞ্জে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই, ২০২৫
৫ অতিরিক্ত ডিআইজি ও ১০ পুলিশ সুপারসহ ১৬ কর্মকর্তার বদলি ফাইল ছবি

পাঁচ অতিরিক্ত ডিআইজি ও ১০ পুলিশ সুপারসহ মোট ১৬ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহামান।

বদলি হওয়া অতিরিক্ত ডিআইজি হলেন—পুলিশ সদর দপ্তরের রেবেকা সুলতানা, যাকে পাঠানো হয়েছে সিআইডিতে। রাজশাহী সারদার ফয়সল মাহমুদকে বদলি করা হয়েছে সিলেট রেঞ্জে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের মো. আশরাফুল ইসলামকে আনা হয়েছে পুলিশ সদর দপ্তরে। পুলিশ সদর দপ্তরের ফারুক আহমেদ গেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে। স্পেশাল ব্রাঞ্চের মো. মিজানুর রহমানকে পাঠানো হয়েছে ঢাকার ট্র্যাফিক ড্রাইভিং স্কুলে।

একই প্রজ্ঞাপনে বদলি করা ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা হলেন—হাইওয়ে পুলিশের আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, যাকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে পাঠানো হয়েছে। বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সাখাওয়াত হোসেন গেছেন রাজারবাগ পুলিশ টেলিকমে। হাইওয়ে পুলিশের মো. খাইরুল ইসলামকে পাঠানো হয়েছে ট্যুরিস্ট পুলিশে। পিবিআইয়ে বদলির আদেশপ্রাপ্ত খন্দকার নুর রেজওয়ানা পারভীন গেছেন পুলিশ সদর দপ্তরে। নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারের মীর আবু তৌহিদ বদলি হয়েছেন সিআইডিতে। ট্যুরিস্ট পুলিশের মো. মিজানুর রহমান গেছেন এপিবিএনে। খুলনা মহানগর পুলিশের আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান গেছেন সিআইডিতে। কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সৈকত শাহীন গেছেন শিল্পাঞ্চল পুলিশে। এটিইউয়ের কাজী মো. আবদুর রহীম গেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সিআইডির মো. আব্দুল্লাহ আল ইয়াছিন বদলি হয়েছেন বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে।

একই আদেশে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আমিনুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।


thebgbd.com/NIT