ঢাকা | বঙ্গাব্দ

৬২৩টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া

২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৫৯৭টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল ‘শাহেদ’ ড্রোন।
  • অনলাইন ডেস্ক | ১২ জুলাই, ২০২৫
৬২৩টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া রুশ ক্রুজ ক্ষেপনাস্ত্র।

রাশিয়া শুক্রবার রাতভর ৫৯৭টি ড্রোন ও ২৬টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে শনিবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি রাশিয়ার সাম্প্রতিক রেকর্ড পরিমাণ হামলা ঠেকাতে অবিলম্বে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান।


কিয়েভ থেকে এএফপি জানায়, জেলেনস্কি বলেন, ‘২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৫৯৭টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল ‘শাহেদ’ ড্রোন। ইরান উৎপাদিত এই ড্রোনগুলো রাশিয়া নিয়মিত ব্যবহার করে।


ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৩১৯টি শাহেদ ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি ড্রোন পাঁচটি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হলেও সেসব স্থানের নাম প্রকাশ করা হয়নি।


জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধ বন্ধে রাশিয়ার বিরুদ্ধে ‘শুধু বার্তা প্রেরণ নয়, বাস্তব পদক্ষেপ’ গ্রহণ করেন। তিনি বলেন, ‘রাশিয়ার এই ধারাবাহিক বিমান হামলার গতি শুধু নিষেধাজ্ঞার মাধ্যমে থামানো সম্ভব, এবং তা এখনই করা দরকার।’ তিনি বিশেষ করে যারা ‘রাশিয়াকে ড্রোন উৎপাদনে সহায়তা করছে এবং তেলের মাধ্যমে লাভবান হচ্ছে’ তাদের শাস্তির দাবি জানান।


সূত্র: এএফপি


এসজেড