ঢাকা | বঙ্গাব্দ

বন্যা মোকাবিলায় সেনাবাহিনী দিয়ে বাঁধ নির্মাণের চিন্তা সরকারের: উপদেষ্টা ফারুক-ই-আজম

উপদেষ্টা বলেন, "মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ যেন যথাযথ মান বজায় রেখে হয় তা নিশ্চিত করা হবে। এটি একটি বড় প্রকল্প, তাই কারিগরি দক্ষতা এবং নির্ভরযোগ্য বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।"
  • নিজস্ব প্রতিবেদক | ১২ জুলাই, ২০২৫
বন্যা মোকাবিলায় সেনাবাহিনী দিয়ে বাঁধ নির্মাণের চিন্তা সরকারের: উপদেষ্টা ফারুক-ই-আজম ফাইল ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, ফেনীর নদীগুলোর ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সেনাবাহিনী দিয়ে টেকসই বাঁধ নির্মাণের কথা ভাবছে।

আজ শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

উপদেষ্টা বলেন, "মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ যেন যথাযথ মান বজায় রেখে হয় তা নিশ্চিত করা হবে। এটি একটি বড় প্রকল্প, তাই কারিগরি দক্ষতা এবং নির্ভরযোগ্য বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।"

তিনি আরও বলেন, “প্রথমে অসহায়, গৃহহীন ও খাদ্য সংকটে থাকা মানুষদের জীবন রক্ষা করতে হবে। এরপর ধাপে ধাপে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করা হবে। বাঁধ নির্মাণ একটি দীর্ঘমেয়াদি প্রকল্প হলেও এখন জরুরি হচ্ছে ত্রাণ পৌঁছে দেওয়া।”

স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মিরাজ হোসেনের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সাফ জানিয়ে দেন, “ত্রাণ বিতরণে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব চলবে না। সবাইকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা পৌঁছায়।”


thebgbd.com/NIT