রাজধানীর শ্যামলীতে এক ব্যক্তিকে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাইয়ের পর শুধু মোবাইল ফোন ও মানিব্যাগই নয়, তাঁর গায়ের জামা ও পায়ে থাকা জুতাও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যক্তি শিমিয়ন ত্রিপুরা (৩০) ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং থাকেন শ্যামলীতে। শনিবার (১২ জুলাই) তিনি অজ্ঞাতনামা তিন ব্যক্তিকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, “ভোরে অফিসে যাওয়ার সময় চাপাতির ভয় দেখিয়ে শিমিয়নের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। শুধু তা–ই নয়, ছিনতাইকারীরা তাঁর গায়ের জামা ও জুতাও খুলে নেয়।”
এই ভয়াবহ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছিনতাইয়ের শিকার ব্যক্তি ভীত-সন্ত্রস্ত অবস্থায় নিজের জামা ও জুতা খুলে দুর্বৃত্তদের দিতে বাধ্য হচ্ছেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মামলায় শিমিয়ন ত্রিপুরা উল্লেখ করেন, তিনি সকাল ৬টার দিকে সাভারের উদ্দেশে রওনা হন। তখন একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে তাঁর পথরোধ করে। চাপাতি দেখিয়ে তারা তাঁর মুঠোফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়। এরপর তাঁর জামা ও জুতাও খুলে নেয় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
thebgbd.com/NIT