ঢাকা | বঙ্গাব্দ

উইম্বলডনে ইতিহাস গড়লেন সিওনতেক, 'ডাবল ব্যাগেল' দিয়ে প্রথম শিরোপা জয়

একপেশে ফাইনালে রাজকীয় নৃত্যের মতো কোর্ট দাপালেন পোল্যান্ডের ইগা সিওনতেক।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ জুলাই, ২০২৫
উইম্বলডনে ইতিহাস গড়লেন সিওনতেক, 'ডাবল ব্যাগেল' দিয়ে প্রথম শিরোপা জয় ছবি : সংগৃহীত।

একপেশে ফাইনালে রাজকীয় নৃত্যের মতো কোর্ট দাপালেন পোল্যান্ডের ইগা সিওনতেক। অল ইংল্যান্ড ক্লাবের ঐতিহাসিক সেন্টার কোর্টে আমান্ডা আনিসিমোভার বিপক্ষে ৬-০, ৬-০ গেমে জিতে প্রথমবার উইম্বলডনের শিরোপা জিতলেন এই পোলিশ তারকা। একই সঙ্গে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তিও গড়লেন তিনি।


মাত্র ৫৭ মিনিটে নিষ্পত্তি হওয়া ফাইনালটি ছিল টেনিস ইতিহাসে একতরফা ম্যাচগুলোর একটি। ১১৪ বছর পর উইম্বলডনের ফাইনালে ‘ডাবল ব্যাগেল’ অর্থাৎ ৬-০, ৬-০ ব্যবধানে জয় হলো। সর্বশেষ এমন একতরফা জয় দেখা গিয়েছিল ১৯১১ সালে ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্সের হাত ধরে।


এটি ছিল সিওনতেকের গ্র্যান্ড স্ল্যামে শততম জয়—মাত্র ১২০ ম্যাচে। সেরেনা উইলিয়ামসের পর দ্রুততম এই অর্জন তাকে বিশ্বের পঞ্চম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই ক্লাবে এনেছে। বয়স ২৪ বছর ৩০ দিন।


উইম্বলডনে এই প্রথমবারের মতো ফাইনাল খেলতে নামেন র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা সিওনতেক। শিরোপা হাতে নিয়ে আবেগাপ্লুত সিওনতেক বলেন, “এটা একেবারেই পরাবাস্তব লাগছে। সত্যি বলতে এমন কিছু করার স্বপ্নও দেখিনি।”


অন্যদিকে, ব্যক্তিগত ট্র্যাজেডি ও মানসিক সংকট পেরিয়ে ফাইনালে ওঠা আমান্ডা আনিসিমোভার গল্পও কম বিস্ময়কর নয়। ২০১৯ সালে বাবা ও কোচকে হারিয়ে থেমে গিয়েছিল ক্যারিয়ার। এরপর ২০২৩ সালে মানসিক অবসাদের কারণে খেলা থেকে বিরতিতে যান। কোর্টে ফিরে আবার নিজেকে প্রমাণ করেন, হারান সেমিফাইনালে ফেভারিট সাবালেঙ্কাকে।


তবে ফাইনালের পর আমান্ডার চোখে জল। পরে নিজেকে সামলে নিয়ে বলেন, “আমি জানি আজ বেশি কিছু করতে পারিনি, তবে কঠোর পরিশ্রম করে আবার ফিরে আসব।”


thebgbd.com/NA