ঢাকা | বঙ্গাব্দ

টানা দ্বিতীয় হারে দুবাই ক্যাপিটালসের ফাইনালের আশা প্রায় শেষ

  • নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই, ২০২৫
টানা দ্বিতীয় হারে দুবাই ক্যাপিটালসের ফাইনালের আশা প্রায় শেষ প্রথম ম্যাচে সাকিব বলে-ব্যাটে পারফর্ম করেন।

জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করেছিল সাকিব আল হাসানদের দুবাই ক্যাপিটালস। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে সে ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডার ব্যাটে-বলে পারফর্ম করেন। ব্যাট হাতে ৫৮ রান করার পর বল হাতে নেন ৪ উইকেট। সাকিব সেই পারফরম্যান্স আর ধরে রাখতে পারেননি, তার দল দ্বিতীয় ম্যাচের পর হেরেছে তৃতীয়টিতেও।


হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৭ উইকেটে হারের পর গায়ানা অ্যামাজনের বিপক্ষে আজ সাকিবদের ঘুরে দাঁড়ানোর পালা ছিল। লক্ষ্যটাও খুব বেশি ছিল না, মাত্র ১৩৯ রানের। প্রভিডেন্স স্টেডিয়ামে সেটাই সাকিবদের জন্য বহু দূরের বিষয় হয়ে গেল। ৮১ রানে অলআউট হয়ে ৫৭ রানে ম্যাচটি হেরেছে তারা।


টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেওয়া গায়ানা খুব বেশি সুবিধা করতে পারেনি। কালীম সানার তোপে ১৩৮ রানেই অলআউট হয়ে যায়। রোমারিও শেফার্ডের ৯ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস না হলে বিশের ঘরেই আটকা পড়ত তারা।


মঈন আলীরও গায়ানার কাছে একটা ধন্যবাদ প্রাপ্য, ৩৮ বলে ৪০ রান করেন তিনি। শেরফান রাদারফোর্ড ৩৩, জুয়েল অ্যান্ড্রু ১৬ ও শিমরন হেটমায়ার ১৪ রান করেন। সাকিব উইকেট না পেলেও ৪ ওভারের নিয়ন্ত্রিত বোলিংয়ে খরচ করেন ২১ রান।


লক্ষ্য তাড়া করতে নামা দুবাইয়ের ধসটা নামে মূলত ইমরান তাহিরের লেগ স্পিন ঘূর্ণিতে। রান দেওয়ায় কিপ্টেমিও করেছেন তিনি। ৪ উইকেট নিতে দিয়েছেন ১২ রান। শুরুটা করে দিয়েছিলেন ডোয়াইন প্রিটোরিয়াস ও রোমারিও শেফার্ড। দলীয় ৯ রানে রোহান মুস্তাফা ফিরলে শেফার্ডের পর পর ২ বলে সাজঘরে যান সেদিকুল্লাহ অটল ও গুলবাদিন নাইব। 


সেদিকুল্লাহ করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান। নিরোশান দিকভেলার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৬। পাঁচ নম্বরে নামা সাকিব ৫ বলে ৪ রান করে ফেরেন মঈন আলীর শিকার হয়ে। বাকিদের মধ্যে কাইস আহমেদই কেবল দশের ঘর স্পর্শ করেন। তাতে ৮১ রানেই গুটিয়ে যায় দুবাইয়ের ইনিংস।


পাঁচ দলের টুর্নামেন্টে সেরা দুটি দল আগামী ১৮ জুলাই ফাইনাল খেলবে। এক ম্যাচ বাকি থাকা দুবাইয়ের সেই ম্যাচে খেলার আশা বলতে গেলে শেষই, তাদের শেষ ম্যাচটি রংপুর রাইডার্সের বিপক্ষে। ২ পয়েন্ট নিয়ে দুবাইয়ের অবস্থান এখন চারে। ৪ পয়েন্ট করে আছে এক ও দুইয়ে থাকা গায়ানা ও রংপুরের। দুই ম্যাচ খেলা হোবার্টের পয়েন্ট ২। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট এখনও কোনো ম্যাচ জেতেনি।


thebgbd.com/NIT