জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ অন্যান্য শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে শহীদদের একটি নির্ভরযোগ্য তালিকা প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশের বিষয়ে নির্দেশ কেন দেওয়া হবে না— তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
রুলে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে 'নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক' হিসেবে ঘোষণা করা হবে না কেন, তাও জানাতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে একাধিক শিক্ষার্থী ও সাধারণ নাগরিক নিহত হন, যাদের স্মরণে বিভিন্ন মহল থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি উঠে আসছে।
thebgbd.com/NIT