ঢাকা | বঙ্গাব্দ

র্বজনীন পেনশন স্কিম নিয়ে নতুন তথ্য

  • নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই, ২০২৫
র্বজনীন পেনশন স্কিম নিয়ে নতুন তথ্য ফাইল ছবি

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকে আরও গতিশীল করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) ১৭টি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সোমবার (১৪ জুলাই) অর্থ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। এতে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান।

চুক্তির মাধ্যমে নিবন্ধন, চাঁদা সংগ্রহ এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযুক্তিকরণ প্রক্রিয়া সহজতর হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, “সর্বজনীন পেনশন স্কিমে ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা যেন গ্রাহকদের নিবন্ধন ও চাঁদা প্রদানে উৎসাহিত করে, সেটিই এখন প্রয়োজন।”

চুক্তি সইকারী ১৭টি ব্যাংকের মধ্যে রয়েছে: ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকসহ মোট ১৭টি ব্যাংক।

এ পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে অংশ নেওয়া ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৪১টি। পর্যায়ক্রমে বাকি দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


thebgbd.com/NIT