ঢাকা | বঙ্গাব্দ

গ্যাসের ব্যথা না কিডনি পাথর, যেভাবে বুঝবেন

  • নিজস্ব প্রতিবেদক | ১৫ জুলাই, ২০২৫
গ্যাসের ব্যথা না কিডনি পাথর, যেভাবে বুঝবেন ফাইল ছবি

পেটে ব্যথা হলে অনেক সময় মানুষ বুঝতে পারেন না এটা গ্যাসের কারণে নাকি কিডনিতে পাথরের সংকেত। যদিও দুটির ব্যথার প্রকৃতি ও অবস্থান আলাদা, তবে কিছু লক্ষণ দেখে সহজেই পার্থক্য করা সম্ভব।


গ্যাসের ব্যথার লক্ষণ:


সাধারণত পেটের মাঝামাঝি বা নিচের দিকে হালকা থেকে মাঝারি তীব্রতার খিঁচুনি বা ফাঁপা ব্যথা হয়।


ব্যথা সাথে বমি, ডায়রিয়া বা বদহজম হতে পারে।


পেট ফাঁপা, গ্যাস বের হওয়ার পর ব্যথা কমে যায়।


অবস্থান পরিবর্তনে বা চাপ দিলে ব্যথায় পরিবর্তন আসতে পারে।


কিডনি পাথরের ব্যথার লক্ষণ:


তীব্র, আকস্মিক, ছেদনকারী ধরণের ব্যথা হয় যা পেটে নাড়িয়ে কোমর বা পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে।


পাথর যখন পাস হওয়ার চেষ্টা করে, তখন ব্যথার প্রকোপ বেশি থাকে এবং সময় সময় আসে যায়।


প্রস্রাবে রক্ত পাওয়া, পেশাব করতে কষ্ট হওয়া বা বারবার প্রস্রাবের প্রয়োজন অনুভূত হয়।


বমি বমি ভাব বা জ্বর থাকতে পারে।


সাধারণত ব্যথা বদলাতে পারে, যেমন কোমর থেকে পেটে নেমে আসা।


যদি ব্যথা খুব তীব্র হয়, প্রস্রাবের রঙ বদলে যায় বা জ্বর উঠে, তাহলে দ্রুত ডাক্তার দেখানো জরুরি। গ্যাসের ব্যথায় ঘরোয়া ব্যবস্থা যেমন গরম পানির বোতল দিয়ে কম্প্রেস, হালকা খাবার খাওয়া ও বিশ্রাম উপকারে আসে। কিন্তু কিডনি পাথর হলে বিশেষ পরীক্ষা ও চিকিৎসার প্রয়োজন হয়।


সুতরাং, ব্যথার ধরন ও অন্যান্য লক্ষণ দেখে নিজের অবস্থান বুঝে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিন।


https://thebgbd.com/BYB