ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জ কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ-আ. লীগের হামলা ও লুটপাট

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সৃষ্ট সংঘর্ষের মধ্যে জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জ কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ-আ. লীগের হামলা ও লুটপাট ছবি : সংগৃহীত।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সৃষ্ট সংঘর্ষের মধ্যে জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও কারাগার থেকে কোনো বন্দি পালানোর খবর পাওয়া যায়নি।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কয়েকশ আওয়ামী লীগের নেতাকর্মী আচমকা জেলা কারাগারে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কারাগারের জানালার গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যৌথবাহিনী উপস্থিত হয়ে অ্যাকশনে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

thebgbd.com/NA