ঢাকা | বঙ্গাব্দ

পুলিশ কন্ট্রোল রুমে বসে গোপালগঞ্জের ঘটনা পর্যবেক্ষণে দুই উপদেষ্টা

সমাবেশ শেষে ফিরে আসার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে আক্রমণের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই, ২০২৫
পুলিশ কন্ট্রোল রুমে বসে গোপালগঞ্জের ঘটনা পর্যবেক্ষণে দুই উপদেষ্টা ছবি : সংগৃহীত।

সমাবেশ শেষে ফিরে আসার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে আক্রমণের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। দিনভর চলে দফায় দফায় সংঘর্ষ। পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে কারফিউ জারি করা হয়।

এ দিকে পুলিশ সদর দফতর থেকে জেলাটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আইজিপি মো. বাহারুল আলম। 

আজ বুধবার (১৬ জুলাই) এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে আসিফ মাহমুদ ৩টি ছবি জুড়ে দেন। সেখানে দেখা যায়, বড় একটি মনিটরে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ চলছে। মনিটরের সামনে বসে দুই উপদেষ্টা ও আইজিপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পোস্টের ক্যাপশনে আসিফ মাহমুদ লেখেন, গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

thebgbd.com/NA