গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় শক্তিশালী নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও জামায়াতের এমপি প্রার্থী আমির হামজা।
বুধবার (১৬ জুলাই) কুষ্টিয়ায় জামায়াতের জাতীয় সমাবেশের সমর্থনে মিছিল শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “৭ দফা আদায়ে জাতীয় সমাবেশ ডাকা হয়েছে, যার মধ্যে গণহত্যার বিচার আগে হওয়া উচিত।”
তিনি গোপালগঞ্জে ঘটে যাওয়া হামলার দৃশ্য দেখে আরো জোরালোভাবে বিচার দাবি করেছেন। আমির হামজা প্রশ্ন করেন, “গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কোনো রাষ্ট্র?”
তিনি আরও বলেন, “সভা-সমাবেশ করার অধিকার এনসিপির রয়েছে। তারা গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে বারবার তাদের ওপর হামলা হয়েছে। আমরা এ হামলার নিন্দা জানাই এবং দ্রুত বিচার দাবি করি, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।”
thebgbd.com/NIT