ইউনাইটেড এয়ারলাইন্স বুধবার জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের লাভ কমেছে, তবে একই সঙ্গে নিউ জার্সির নিউয়র্ক কেন্দ্রে কার্যক্রম পুনরুদ্ধারের কথাও জানানো হয়েছে। সংস্থাটি বলেছে, ভ্রমণের চাহিদা আবারও বেড়েছে কারণ ভূরাজনৈতিক উদ্বেগ কমে এসেছে।
নিউয়র্ক থেকে এএফপি জানায়, প্রথম প্রান্তিকে আয় ১.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.২ বিলিয়ন ডলারে, তবে মুনাফা ২৬.৪ শতাংশ কমে নেমে এসেছে ৯৭৩ মিলিয়ন ডলারে। এই পতনের প্রধান কারণ ছিল বর্ধিত খরচ, বিশেষ করে বেতন খাত এবং ফ্লাইট অ্যাটেনডেন্টদের সাথে একটি সম্ভাব্য শ্রম চুক্তির জন্য এককালীন ৫৬১ মিলিয়ন ডলারের ব্যয়।
এপ্রিলের শেষদিকে নিউয়ার্ক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ৯০ সেকেন্ডের জন্য রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মে মাস জুড়ে ফ্লাইট বিলম্ব এবং বাতিলের মুখে পড়ে ইউনাইটেড। ফলে সংস্থাটি প্রতিদিন বহু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। তবে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ পুরোনো কিছু যন্ত্রপাতি প্রতিস্থাপন করায় নিউয়ার্ক কার্যক্রম ঘুরে দাঁড়িয়েছে। ইউনাইটেড জানায়, নিউইয়র্ক অঞ্চলের সব বিমানবন্দরের মধ্যে নিউয়ার্কে তাদের ফ্লাইটের অন-টাইম পারফরম্যান্স এবং কম আসন বাতিলের হার শীর্ষে ছিল।
সংস্থাটি ২১ জুলাই থেকে নিউয়ার্ক থেকে তেল আবিব রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে, যা ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে স্থগিত ছিল। ইউনাইটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট কিরবি বলেন, ‘২০২৫ সালের প্রথম ছয় মাসের তুলনায় এখন বিশ্ব কম অনিশ্চিত, যা বছরের শেষভাগে শক্তিশালী ফলাফলের প্রত্যাশা জাগায়।’
ইউনাইটেড ২০২৫ সালের জন্য প্রতি শেয়ারে ৯ থেকে ১১ ডলারের মধ্যে লাভের পূর্বাভাস দিয়েছে। এপ্রিলের মন্দা-ভিত্তিক পূর্বাভাসের তুলনায় এই লক্ষ্যমাত্রা ২ ডলার বেশি হলেও স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির পূর্বাভাসের তুলনায় তা ২.৫ ডলার কম। বুধবার বিকেলে লেনদেন-পরবর্তী সময়ে ইউনাইটেডের শেয়ারমূল্য ১.৫ শতাংশ কমেছে।
সূত্র: এএফপি
এসজেড