গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গণমাধ্যমকে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। যদি কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি থাকে, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার পর রাত ৮টা থেকে কারফিউ জারি রয়েছে। ফলে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরে ছোট যানবাহন চললেও বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।
thebgbd.com/NIT