ঢাকা | বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে হাসিমুখে দেশে ফিরল টাইগাররা

  • | ১৭ জুলাই, ২০২৫
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে হাসিমুখে দেশে ফিরল টাইগাররা ফাইল ছবি

কলম্বো থেকে হাসিমুখে ফিরেছে বাংলাদেশ দল। কারণটা স্পষ্ট—শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে ইতিহাস গড়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

তবে সেই ঐতিহাসিক জয়ের রেশ কাটানোর সুযোগ মিলেনি। বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই পরদিন থেকেই শুরু হচ্ছে প্রস্তুতির নতুন অধ্যায়।

সামনেই অপেক্ষা করছে আরেক হাইভোল্টেজ সিরিজ—পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। ২০, ২২ ও ২৪ জুলাই ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

ঘরের মাঠে এবার প্রতিশোধের মিশনে নামবে টাইগাররা। কারণ, গত মে মাসে পাকিস্তানের মাটিতে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই দুঃস্মৃতি ভুলে এবার পাল্টা জবাব দেওয়ার সুযোগ।

লিটন, শান্ত, মিরাজরা কি পারবেন শ্রীলঙ্কার জয়ের ছন্দ ধরে রেখে পাকিস্তানকেও হারাতে? দেশীয় কন্ডিশন আর আত্মবিশ্বাসী স্কোয়াড নিয়ে সেই চেষ্টাই থাকবে বাংলাদেশের।


thebgbd.com/NIT