যেকোনো রাজনৈতিক পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে, অন্যথায় তা টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান–সংস্কারের রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, “এই পরিবর্তন জনগণের মাধ্যমে, জনগণের রায় নিয়েই করতে হবে। পরিবর্তন কতটুকু হবে, সেই দ্বন্দ্বে সময় নষ্ট না করে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানো জরুরি।”
তিনি আরও বলেন, “বছরের পর বছর আলোচনা চললে মতাদর্শগত বিভাজনের কারণে কোনো অগ্রগতি হবে না। তাই রাজনৈতিক দলগুলোর সমালোচনা হতেই পারে, তবে সংকট সমাধানে নির্বাচনের পথেই যেতে হবে।”
সরকারবিরোধী বক্তব্যে আমীর খসরু আরও বলেন, “হাসিনার পালিয়ে যাওয়ার পর জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, তা উপলব্ধি করা ছাড়া বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কোনো বিকল্প নেই।”
thebgbd.com/NIT