বগুড়ায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছেন সৈকত হোসেন (১৯) নামের এক তরুণ। এ সময় ছাত্রীটিকে রক্ষা করতে গিয়ে তার দাদি ও ভাবি নিহত হন।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—লাইলী বেগম (৬৫), ও হাবিবা ইয়াসমিন (২১)। আহত ছাত্রীটি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, অভিযুক্ত সৈকত দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন রাতে তিনি কিশোরীর বাড়িতে গিয়ে হঠাৎ ছুরিকাঘাত করেন। এ সময় কিশোরীকে বাঁচাতে গেলে তার দাদি ও ভাবিও ছুরিকাঘাতে নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লাইলী বেগম ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের উপপরিচালক ডা. আবদুল ওয়াদুদ বলেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। আহত কিশোরীর অস্ত্রোপচার করা হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, অভিযুক্ত সৈকত হোসেনকে স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
thebgbd.com/NIT