জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে নিয়মিত ছবি পোস্ট করে মাঝে মধ্যেই আলোচনায় আসেন অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত। সম্প্রতি আরও কিছু ছবি প্রকাশ করায় নতুন করে শুরু হয়েছে গুঞ্জন—শাকিবের সঙ্গে তার সম্পর্ক কী? তিনি কি শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন?
এই প্রশ্নের জবাবে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, “এসব প্রশ্ন আমাকে করে লাভ নেই, বরং শাকিব খানকে করুন। আমি তাকে নিয়ে কিছু বলতে চাই না।”
তিনি আরও বলেন, “শাকিব তো প্রেস মিটে যায়, ওকে তো প্রশ্ন করা যায়। কেন আমাকে জিজ্ঞেস করছেন?”
এর আগে শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের সময়ও মিষ্টি জান্নাতের নাম শোনা যায়। কারণ অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক। সে সময়ও বিষয়টি ঘিরে জল্পনা ছড়ায়।
এবারের গুঞ্জন নিয়ে জানতে চাইলে মিষ্টি বলেন, “এই জায়গাটা পরিষ্কার করতে পারছি না। তাহলে তো সাসপেন্সটাই থাকবে না। আর্টিস্টদের সবকিছুতেই একটু সাসপেন্স থাকা দরকার। আমি চাইলেও বেশি কিছু বলতে পারি না, কারণ একটা কথা বললে সেটা ঘুরে-ফিরে নানা রকমভাবে ছাপা হয়, যা বিব্রতকর।”
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও।
শেষ কথায় মিষ্টির ইঙ্গিত স্পষ্ট—সব বললে সাসপেন্স থাকবে না, তাই জল্পনাই থাকুক।
thebgbd.com/NIT