ঢাকা | বঙ্গাব্দ

পায়ের যত্নে রাশমিকার সিক্রেট

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ জুলাই, ২০২৫
পায়ের যত্নে রাশমিকার সিক্রেট সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার রাশমিকা মন্দানার পায়ের যত্নের রহস্য অনেকেরই চোখে ধরা পড়ে ‘পুষ্পা’ সিনেমার সেই ভাইরাল দৃশ্যে, যেখানে অভিনেতা আল্লু অর্জুনকে তার পায়ে মুখ দিলেন। কোমল ও পরিশ্রুত পায়ের দিকে দর্শকদের নজর যায় সেখানেই।

রাশমিকা মনে করেন, শরীরের সবচেয়ে পরিশ্রমী অংশ পা, তাই সেগুলোকে ভালোভাবে যত্ন নিতে হয়। তিনি পায়ের পেশির ক্লান্তি দূর করতে ও মানসিক প্রশান্তির জন্য বেছে নিয়েছেন সহজ, সস্তা ও কার্যকরী একটি উপাদান — এপসম সল্ট, যা সন্ধক লবণ নামেও পরিচিত।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানায়, রাশমিকা উষ্ণ জলে এপসম সল্ট দিয়ে পা ডুবিয়ে রাখেন। এই পদ্ধতিতে শুধু পায়ের পেশি আরাম পায় না, মনেরও শান্তি আসে।

চমকপ্রদ বিষয়, বাজারে এপসম সল্ট মাত্র ৫০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যায়। পায়ের ত্বক শুকিয়ে না যাক তাই নিয়মিত ময়শ্চারাইজারও ব্যবহার করেন এই নায়িকা। আর আরাম ও স্টাইল বজায় রাখতে পরেন স্নিকার্সসহ আরামদায়ক ফুটওয়্যার।

২০২৫ সালের জানুয়ারিতে জিমে কাজের সময় গুরুতর আহত হন রাশমিকা; পায়ে ধরা পড়ে তিনটি ফ্র্যাকচার ও একটি মাসল টিয়ার। তবু তিনি থেমে যাননি এবং ‘ছাভা’ ছবির ট্রেলার লঞ্চেও যোগ দিয়েছিলেন।

এই বছর তাকে দেখা গেছে ধানুশ ও নাগার্জুনার ‘কুবেরা’ ছবিতে, পাশাপাশি সামনে রয়েছে হিন্দি ছবি ‘থামা’, ‘সিকান্দার’ এবং তেলুগু ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’সহ আরও নতুন প্রজেক্ট।

রাশমিকার যত্ন আর পরিশ্রমের গল্প পায়ের যত্ন নিয়ে অনেকের জন্যই অনুপ্রেরণা।


thebgbd.com/NIT